বাকি সব ইতিহাস
বাস্তব্তার ভীড়।
চোখের সামনে শুধুই
কালো ছায়ার ঘনঘ্টা,
বাস্তবতার হাতছানি দেই স্বপ্ন।
জীব্নমুখি গানের রেওয়াজ
করে ভোরের দোয়েল।
স্বপ্ন ঘুমোতে দেয়না রাতে।
মাঝে মাঝে মনে হয়
নিজেই গলা টিপে ধরে আছি
নিজেরই স্বপ্নের।
কালোছায়া ছেয়ে যায়
আমার সমস্ত বুক।
কেন জানি না সত্যি
যেন খুন করি স্বপ্ন।
ক্স্ট হয় তবুও রক্তের
ব্ন্যা দেখি না চোখের সামনে।