কষ্টের বাগানে কষ্ট করিয়া
নিজ হস্তে করিনু রোপণ চারা
সকালে বিকালে নিয়ম করিয়া
জল দিয়া গেনু বারো বেলা


কষ্ট আমার বাড়িয়া উঠিয়াছে
তরতরিয়ে - পাহিয়া যত্নের ছোয়া
হেথায় হোথায় দেখা দিয়াছে
সুখ সুখ নামের আগাছা


কষ্টের বাগানে সুখের আগাছা
এ মোটে নহে ভালো কথা
খুজিয়া খুজিয়া করিনু দূর
যত ছিলো সুখের পরগাছা


বাগান আমার বাড়িয়া উঠিয়াছে
কষ্ট আকাশ ছোয়া ছোয়া
নিচেতে দাড়িয়ে - তাকিয়ে উপরে
দেখা নাহি পাই - তব চূড়া


করিয়া করিয়া - কষ্টের চাষ
কষ্টে কষ্টে - আছি অপেক্ষায়
আসিবে কলি - ফুটিবে ফুল
কষ্ট কষ্ট গাছের আগায়


দিনের পরে দিন চলে যায়
ফুলের নাহি দেখা পাই
যেদিন মোর বয়েস সত্তর
মরিবার কাল আসিয়াছে ঘনায়ে


রোজকার মতো সকালে উঠিয়া
সাধিতেছিলাম জল তব গোড়ায়
কোথা হতে জানি আসিলো নাকে
বড় অপূর্ব সেই ঘ্রান খানি


তাকায়া দেখি - তব চূড়ায় ফুটিয়াছে ফুল
দাড়িয়ে মাটিতে - চাহিয়া চাহিয়া
দেখিতে লাগিলাম - মন ভরিয়া
মনের তরে সাধ জাগিলো -
পাহিবো ফুলের নাগাল
হঠাৎ করে তাকিয়ে দেখি - কিছু নাই
কিছু নাই অবশিষ্ট মোর - আর
কেমনে পৌছিবো - কষ্ট কষ্ট গাছের চূড়ায়
কেমনে পাবো - কষ্ট ফুলের নাগাল
তবে কি মোর হলো সমাপ্ত
কষ্ট গাছের চাষ - কষ্ট ফুলের সুবাসে
না পারিয়া তাহাকে ছুতে?