সেদিন আমাকে নিয়ে দুরে কোথাও চলে যেতে চেয়েছিলে
কিন্তু আমি পারিনি, সবার মায়া ত্যাগ করে তোমার হাতটি ধরে চলে যেতে।
তোমার নাকি খুব কষ্ট হয়েছিলো সেদিন
আমাকে দেখতে পাওনি বলে
অথচ, একবারও জানতে চাওনি
কেন যাইনি সেদিন তোমার কাছে..
তুমি নাকি আমাকে খুব বোঝো,
অথচ, সেদিন যখন বলেছিলাম
ভালবাসিনা তোমাকে...
সেটা শুনেই তুমি মুখ ফিরিয়ে চলে গেলে
তুমি নাকি আমার কন্ঠস্বর চিনতে পারো...
অথচ, সেদিন যখন আমি বলেছিলাম
খুব ভাল আছি আমি....
বুঝতে পারোনি আমার কন্ঠে কত বেদনা জড়িয়ে আছে।
তুমি নাকি আমার মনটাকে বুঝতে পারো ভালো
অথচ, সেদিন যখন তোমার দিকে নিরবে তাকিয়েছিলাম
বুঝতে পারোনি আমার নিরবতার কারন।
আজ তুমি কত সহজেই আমাকে স্বাার্থপর বলে
চলে যেতে পারলে,,,,
আমি নাকি ভালবাসতেই জানিনা?
কত সহজেই বললে তুমি....
জানতেও চাইলেও না সেই আমি টা আজ কেন এমন।
তুমি তো আমাকে বোঝ ,
তাই নতুন করে নিজেকে প্রমান করে
আমার প্রতি থাকা তোমার ধারনাটাকে
ভাঙ্গতে চাইলাম না।
তোমার চোখে না হয় আমি স্বার্থপরই থেকে গেলাম।
যদি এটাই হয় আমার স্বার্থপরতা
তবে সত্যিই আমি স্বার্থপর....