ওর পায়ের তলা থেকে শেষ বারের মতো
মমতাময়ী মাটির রূপ-রস-গন্ধ নিভে গেল


সে শুধু ভাবে
আমরা নয় , আমি দাঁড়াবো কোন্ খানে


আদরের বোন বিউটি
হলুদ মেখেছিল গায়ে
আইবুড়ো ভাত খেয়েছিল
ঘুঙুর নেচেছিল পায়ে


বোনটি এখন একা
রোজরাতে সে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে
নীল নোটবুকে চাঁদের সংলাপ লেখে
লেখাগুলো ভেঙে ভেঙে দুদিকে নদী বইছে
প্রবাহিত জলগানের সুর
স্বপ্নেরা পাহারা দেয় নিখোঁজ সময়ের বিলাপ
আততায়ী অধিকার  
ভাজক শরীর থেকে প্রজাপতি জীবন উড়ে গেলে
ভাগশেষ মৃত্যু পড়ে থাকে   ...
দু ' চালা বারান্দার স্মৃতিরা এঁকে যায় প্রদোষ পাখির সংসার
হৃদয়ের হার্ডডিস্কে আজও শরিয়তি ভালোবাসা সাজিয়ে রাখে