এ শহরের ভালোবাসা
যে বড়ই বেমানান।
তার প্রতি বেমানান
আমার যত অভিমান।


বেমানান এ নিস্তব্ধতা,
আর রাত-আকাশের তারা।
জোছনা রাতে, একাকীত্বে
কাঁদে যে বসুন্ধরা।


বেমানান এ নিষ্পান শহরে
নিয়নে ঢাকা আলো।
এ প্রেমহীন শহরে, ভালোবাসা
তাই না থাকাই ভালো।


প্রেমহীন রাত্রি,
আর একরাশ নিস্তব্ধতার মাঝে।
আমার মনের কোনে,
ভাঙা গ্রামোফোন বাজে।


বাজে নগ্ন পায়ের
নৃত্যধ্বনি। বাজে রবিগীতী।
এ মৃদু সুর-ছন্দে,
কেন সে নাচে নিত্য যথারীতি।