এই তো যুদ্ধ শেষ।
দাউ দাউ করে জ্বলছে আগুন।
শত্রুর ঘর পুড়ছে ঐ।
আমাদের মনে এসেছে যে আজ ফাগুন।


আমাদের আজ বসন্ত।
শত্রুর দুর্দশার যে, নেই আজ কোনো অন্ত।
আজ আমাদের উৎসব।
শত্রু যে আজ নিঃস্ব, হারায়েছে তারা সব।


শত্রুর মনে হর্ষ নেই,
নিরানন্দ সব ক্লান্ত পথিক।
তাদের আর্তনাদ, যেন
ছড়ায়েছে আজ দিগ্বিদিক।


যবে থেকে তাদের প্রাণ কাড়ছি,
চেতনায় দিয়াছি তালা।
কই রে তোরা, আয় দ্রুত সবে,
দগ্ধকে আরো জ্বালা।