নজরুল হতে চাই।
অগ্নীবীনার, আগমনী ডাক, পাঞ্চজান্যে ডাকতে চাই।
আমি তাঁর মতো মুক্তভাসী আর, বিদ্রোহী হতে চাই।
আমি হতে চাই রণতরী, হতে চাই রণসূর্য।
হতে চাই আমি শ্যামাবতার, সাহসী রণতূর্য।
আমি নই স্রষ্টা বৈরি, আমি মানি তাঁহারে মিতা।
মানবতা আমায় শেখায় ধর্ম, সাক্ষ্য বয় সে গীতা।
ধর্মের নামে অন্ধ জাতি, পালটায় তারি ধর্ম।
নাইবা করে, মানবের বড়াই, কোন ধর্মের করে গর্ব?
ধর্ম যদি ও কাজে খাটে, এ কাজে কেন না?
ধর্ম কবে বললো আবার মানবতারে না।
নিজ ধর্মই সেরা, সব পথিকেরই কাছে।
অন্য পথিককে পথচ্যুত করা, এ কি পথিকের সাজে?
তাই, নজরুল হওয়ার ইচ্ছে জাগে, এ দরিদ্রের মনে।
মনের মাঝে মানুষ, কত, দুঃস্বপ্ন-ই যে বোনে।