অতি সাধারণ এক আমি
বলছি যে তুমি নও সাধারণ।
তুমি সুন্দরতম আমার চোখে।
তাই, অবিরাম ধ্বনিত হয় যে,
তুমি সত্যিই অসাধারণ।


আমার সুন্দরের প্রশংসা
তবে বরিয়া লও।
বিরক্তি ভেবো নাকো
হৃদয়ের এক কোণে শুধু রেখো।


তুমি যা, তুমি তারও চেয়ে বেশি।
উপমিত হবার যোগ্য নয় যেন,
জোছনা রাতের শশী।
লজ্জিত শত ফুল ঝরে পড়ে
তোমার রূপ মহিমায়।
আর আমি ভেসে যাই,
প্রেম নদীর অতল মোহনায়।

ভেবোনা কেনো বলছি, এ আজ।
এ ভাবনা আমার সেদিন থেকে।
যেদিন বসন্ত সেজেছিল,
নব পুষ্পসাজ।


হৃদয় চেয়েছিল বলতে তোমায়
মন এতদিন চায়নি।
কতকিছুই তো চেয়েছিলো মন।
কতকিছুই তো পায়নি।


কিন্তু হৃদয়ের দাবি ফেলে
রাখে বলো কে?
পা বাড়ায় না কে বলো?
প্রিয়ের পদচিহ্ন দেখে।