বড্ড দেরি হয়ে গেছে
শিউলী ফুলে ভ্রমরগুলো
গুনগুন করে অপেক্ষা করেছিল-
আমি দেখিনি।
ফাগুনের বাতাসের মিষ্টি সুবাস হাত বাড়িয়েছিল-
আমি খুঁজিনি।
বড্ড দেরি হয়ে গেছে,
ভ্রমর গুলো নেই বাতাসের সেই সুবাস নেই-
আছে শুধু একটা দীর্ঘশ্বাস।
আমি ভয় পেয়ে যাই
ভয়ার্ত অনুভূতির সমুখে,
সতেজ সদ্য ফোটা মনে
বার্ধক্য হানা দেয় ঠোঁটে চোখে।
ঠোঁট যা বলে বিচক্ষণতা,
চোখ যা দেখে বাস্তবতা।
আমি দুহাত পরে দাড়িয়ে ভাবি-
বড্ড দেরি হয়ে গেছে।
জীবনের প্রায় একুশটা পূর্ণিমা তিথি গেল,
অথচ একটি বারও দেখিনি পূর্ণিমার অপরূপ আলো-
ভাবনার এই সন্ধিক্ষণে আমি আজ সত্যিই দ্বিধান্বিত,
আমি ব্যর্থ নাকি পূর্ণিমা? কে বেশি বঞ্চিত।
জানতে চাওয়ার অভিপ্রায়ে জিঙ্গাসু মনে চাইলাম-
প্রকৃতি ফিরায়ে দিল,
চাঁদ তিরস্কার করিল,
বুঝিলাম বড্ড দেরি হয়ে গেছে।।