লাশকাটা ঘরে লাঞ্ছিত আত্তার মত অপবাদ
তুমি হীন কাল রাতের পাষন্ড আর্তনাদ,
কেউ শোনে না, মিছে সংকল্প
সঙ্কুচিত হতে হতে বাকি আছে অল্প ৷
সৃষ্টিকর্তাকে একদিন প্রশ্ন করব ভেবেছিলাম,
নিষ্ঠুর অতিতের কষ্ট কি দুর্দম !


সঙ্গী হীন বৃদ্ধের মত একাকিত্ব আমার
তুমি হীন প্রতিটি মূহুর্ত বিবর্ণ ৷ থমথমে আধার
আমার অস্থিত্ব কেড়ে নিতে চায়,
তুমি হীন এই আমি আজ বড় নিরুপায় ৷