অাহারে কি উৎসুক অাহারে কি সুখ!
ক্ষণে ক্ষণে অায়নায় দ্যাখে মুখ,
সেজেছে লাল টুকটুকে টিপে
ফিনফিনে সাড়ী জড়িয়ে অমন ছিপছিপে
অাদুরে অঙ্গে
অদ্ভুদ ভঙ্গে।
সোনালী নাকছাবি, দুল অার হার
বাকানো পাঁপড়িতে মাশকারা তার।
একেছে চোঁখ একেছে ঠোট
চুলেও কুমারিকা মেখেছে একচোট,
বিয়ের অাগেই বধুর সাঁজ
বন্ধুর জন্য কনে দেখে এলাম অাজ।