এক অক্ষরের নামটি যে তার
ডাকতে লাগে ভালো,
তাহার কোলে মাথা রেখে
দেখেছি পৃথিবীর আলো।


সে যে বড় মধু ময়ি
সবার চেয়ে সেরা,
বুক খানি তার সবার জন্য
ভালবাসা দিয়ে ঘেরা।


আমার কষ্টে কেঁদেছে সে
অনেক সময় দিন,
জীবন দিলেও হবেনা
তার ভালবাসার ঋন।


জীবন দিয়ে বাঁচায় সে যে
তোমার আমার প্রাণ,
তাহার কোলে পায়যে
মোরা ভালবাসার ঘ্রাণ।


মনটি যে তার উদার বড়
স্নেহ মাখা মুখ,
তাহার কোলে রাখলে মাথা
শান্ত হয় যে বুক।


মুখ খানি তার হাসি মাখা
মনে কত মায়া,
ভালো লাগে পড়লে গায়ে
তার আচলের ছায়া।


মায়া ভরা মুখ-খানি তার
নয় কারো অচেনা,
তাহার কোলে তোমার
আমার প্রথম ঠিকানা।


বলতো কে সে?