বাংলাদেশ বাংলাদেশ
কি অপরুপ বাংলাদেশ!
এই দেশের মাটিতে দাড়িয়ে
মায়ের কথা ভাবি,
মাগো,তোমার ডাঁকটি শুনে
আমি-ই মনে রাখি।
এই দেশেতে জন্ম আমার
মাগো তোমার-ই জন্য,
তাই এই দেশেতে আছি আমি
অনেক অনেক ধন্য।।


                  - অন্তু (আমি)
        যখন বয়স: ৬
          ♦এটাই আমার জীবনের প্রথম কবিতা। ৬ বছর বয়সে কতটা মান সম্পন্ন লেখা যায়! তখন অত কিছু বুঝে লিখিনি। শুধু মা-মাটি-দেশ এই তিনটার যে একটা কানেকশন আছে সেটা বুঝতাম।
আর প্রধান প্রাধান্য ছিল ছন্দের। সেটার দিকেই বেশি খেয়াল করতাম। প্রেরণা ছিল আব্বু।।♦