উষ্ণ দিন।
ঘামঝরানো,
রোদ্রে পোড়া
এক চিলতে
ছায়ার কোলে
জনা চারের
বেকার আড্ডা।


আমতলায়
শ্যাওলা-পরা
মাটির বুকে
ঝরা আমের
বোলে,দুটি
চড়াই-এর
উড়োউড়ি খেলা।


কোকিল ডাকে।
ওদিকে এক
‘পাগলা’ ছেলে
খেয়াল বশে
কোকিল স্বরে
চাইতে থাকে
তার সখ্যতা।


তৃষ্ণার্ত
তিনটে কাক
খোলা পাত্রে
রাখা পানিতে
ডুবায় মাথা
নির্বিকারে,
ভেজায় পালক।


চতুর্দিকে
বন্ধুতার
উদাহরণ।
কেবল আমি
একলা হয়ে
কিচিমিচিতে
কান পেতে রয়।