সভ্যতার আড়ালে
(১)


কি
জানি
সে কবে
তুমি আমি
সবাই জানি
আমরা সবাই
বন্য প্রানি ছিলাম ।


সেই সেদিন থেকে
    যখন     আগুন
      জ্বালা শিখেছে
           তবে সভ্য
               মানুষ
                  হল
                  ছিঃ ।
  (২)


  কি
  জানি
  সে কবে
  তুমি আমি
  বন্য ছিলাম ।
  
  হ্যাঁ
  আমি
  আগুণ
  জ্বালা শিখে
  সভ্য  হলাম ।


  ছিঃ
  আমি
  আড়াল
  থেকে আজ
  বহ্নি দিলাম ।
  ছিঃ
  আমি
  মানুষ
  পশূত্ব যে
  ফিরে পেলাম ।


  হ্যাঁ
  মোরা
  আগেই
  বেশি করে
  সভ্য ছিলাম ।


আমার  প্রথম  অবরোহী ও  আরোহী লেখার  প্রয়াস ।