গত কাল    বঙ্গ সাহিত্য সম্মীলনের   ৬৩  তম  সম্মেলন হয়ে গেল। উপস্থিত ছিলেন পূর্ণেন্দ্যু প্রসাদ ভট্টাচার্য ,  কবি কৃষ্ণা বসু সহ আরও  অনেকে। নিমন্ত্রণ ছিল আমারও ।  


কবিতা কাকে বলব এই নিয়ে  আমাদের মনে অনেক দন্দ আছে।  ছন্দ মিল কবিতা লিখলে অনেকে বলেন পদ্য। আবার মিল না থাকলে  গদ্য কবিতা।  পূর্ণেন্দ্যু প্রসাদ ভট্টাচার্য বলেন ছন্দ মিল থাকলে কবিতা হয়না আবার কিছু কথা গদ্য আকারে লিখলেও কবিতা হয়না। গদ্য কবিতা হলেও  তাতে একটা  ছন্দময়তা থাকা দরকার আর  যে  কোনও কবিতার ক্ষেত্রেই বিষয় বস্তু,  এবং ভাব এই দুটি সঠিক হওয়া প্রয়োজন।  আবার কৃষ্ণা বসু বলেন বাংলা ভাষার কবিতা এক  ঐশ্বর্য।


যাই হোক আমার মনে হয়েছে যে  ভাব এবং বিষয় বস্তু যে  কোনও  কবিতার আসল ব্যাপার।
চাঁদ , তারা,  ফুল , পাখি  নিয়ে  কবিতা লেখার সময় এখন নয়। বর্তমান সমাজ ব্যবস্থা এবং মানুষের বিপন্নতার কথা যদি  আমরা  তুলে  ধরতে  না  পারি তবে আগামী দিনে সেই  কবিতার মূল্য থাকবেনা। আমাদের  কবিতার মধ্য  দিয়ে  বর্তমান সময়ের ছবি আমাদের আক্তে  হবে।