দেওয়ার তো অনেক কিছুই  আছে ;
কিন্তু আমি তোমাকে আমার  মত করে দিতে চাই ,
ভোরের কিরণ,  শীতল বাতাস, আর বৃষ্টির সোঁদা গন্ধ।
ভালো লাগলে আরও  চেয়ে নিও ।


দেওয়ার তো অনেক কিছুই  আছে ;
নিঃস্ব আমি তাই প্রকৃতির থেকে ধার করে দিতে পারি,
একমুঠো রোদ্দুর, ঘাসের কমনীয় স্পর্শ, আর একটু  নদীর তরঙ্গ ।
ভালো লাগলে আরও  চেয়ে নিও ।


দেওয়ার তো অনেক কিছুই  আছে ;
হয়তো তোমার কাছে খুবই নগণ্য তবু দিতে  পারি,
স্বপ্নের দুটো ডানা আর একসাথে হাঁটার মত অনেকটা পথ ।
ভালো লাগলে আরও  চেয়ে নিও ।


দেওয়ার তো অনেক কিছুই  আছে ;
যদি চাও এভাবেই তোমায় দেব আমি ,
আমার  না বলা কথা চোখের তারায়,
আমার হাতের ছোঁয়া তোমার হৃদয়ে ।
ভালো লাগলে আরও  চেয়ে নিও ।


দেওয়ার তো অনেক কিছুই  আছে ;
যদি তুমি নিতে চাও ।