বই  মেলাতে বই রয়েছে আর রয়েছে খাদ্য।
ভিড় জমেছে খাবার স্টলে হোকগে বইয়ের শ্রাদ্ধ।
কেউ বলেছে ই-বুক ভালো কারোর চয়েস কাগজ।
কেউ বলছে খাবার ভালো হয়না খরচ মগজ।
কারোর আবার নতুন বইয়ের গন্ধ লাগে ভালো।
কেউবা আবার ই-বুক পড়েই মডার্ন হয়ে গেল।
আমার বাপু বিদ্যে কম স্মার্ট ফোনেতেও কমজোর।
বইয়ের মলাট দারুন লাগে বিস্ময়েতে ভরপুর।
কেউবা মেলা ফেরার পথে সঙ্গী করেন কাগজ ফুল!
কারোর আবার দুহাত ভরে কয়েক হাজার বানান ভুল।
ফেসবুকেতে প্রচার থাক বইটি থাকুক বুকে।
খাদ্য প্রেমি জমাক ভিড় যতই মনের সুখে।
তবুও তো ভাই বসেই থাকি আসবে কবে বইমেলা।
বাঙ্গালীর উৎসবতে খামতি হয়েছে কোন বেলা।