সময় আছে ভাইই…?
নিজের সাথে কথা বলার একটু সময় চাই ।
দূরের চাঁদ দূরে থাকুক, বাসায় ফিরুক পাখি,
কিচির মিচির শব্দে না হয় একটু ডূবে থাকি ।
একটু সময় একলা আমার, মাইগ্রেনের রাত,
শীতের রোদে দুপুর বেলা খুব আদুরে ছাত ।  
একটু আমায় সময় দেবে? নিতান্ত আটপৌরে,
ভীষণ আমি হাঁপিয়ে গেছি রোজের ইঁদুর দৌড়ে ।
একটু সময় বাঁধন ছাড়া , একটু শান্ত ছায়ায়,
একটু নাহয় উড়ে বেড়াই খেয়াল খুশির হাওয়ার ।
একটু নাহয় নিজের মনে আকাশ পাতাল ভাববো ,
নাহয় হবে ছন্দছাড়া ছন্নছাড়া কাব্য ।