একটা স্বপ্ন দেখবো দেখবো করেও দেখা হল না ।
কখনো রাত টা চলে গেলো তাড়াতাড়ি,  
আবার কখনো তোমায় ভাবতে ভাবতে ভোর হয়ে গেলো ।  


কথা ছিল গরম ধোঁয়া ওঠা  চায়ের কাপের সামনে ,  
দুজনে মুখোমুখি বসে অনেক কথা হবে , হবে কিছু কবিতাও ।
তবু বসা হল না, তোমার তাড়া ছিল যাওয়ার ,  আর আমার হারিয়েছিল
কবিতার খাতা।


তুমি বলেছিলে শীতের পড়ন্ত বিকালে ডিঙি নৌকায় ভেসে যাবো তুমি আর আমি ।
আমাদের উঁকি দিয়ে দেখবে শাপলা , শালুক  আর হাঁস গুলো  
অভিমানে চলে যাবে ।
না আমাদের ভেসে যাওয়া হল না ;
তুমি একলাই ভেসেছিলে কোন অজানার পথে !
আমি অপেক্ষায় রয়ে গেছি পাড়ে ।  
  
আসলে তুমি আর আমি কোনদিন আমরা হইনি,
তাই আমাদের কোনদিন কিছু হল না ।