শব্দেরা মারা গেছে কাল রাতে।
পচা গলা শব্দের গন্ধে বমি উঠে আসে।
ঘুণ পোকা কুরে কুরে খায় মগজে মজ্জায়।
ধুলো জমে ভেনাসের গায়।
  
শব্দেরা খুন হয়ে গেছে
জ্যোৎস্নার রাতে জোনাকির মায়ায়।
শঙ্খে লেগেছে  কালো দাগ
আঁস্তাকুড়ে  ফেলে গেছে শব্দের লাশ।


কিছু শব্দের কারিগর
মোসাহেবি শব্দ খুঁজে নেয় পারিজাত বন থেকে।
আর কেউ কেউ  খুঁজে ফেরে জঞ্জালে, লাশেদের ভিড়ে
পচে যাওয়া, গলে যাওয়া শব্দের হাড়।
বহু যত্নে  রেখে দেয় শকুনির  পাশার মত
আগামীর মৃত্যুবাণ ।