তোমার সাথে হঠাৎ দেখা
শ্যামবাজারের পথে।
তুমি ছিলে পাশের সিটে
স্মার্ট ফোনটা হাতে।
হঠাৎ তোমার চোখ পড়ল
আমার দাড়ির দিকে।
ভাবছ তুমি সেই লোকটাই
যাকে দেখেছি ফেশবুকে।
কিন্তু তবু অচেনা তো
যদি সে না হয়।
ঝপাত করে ফেসবুক টা
খুলতে মন চায়।
বাধ সাধলাম আমি তখন
আমার বেসিক ফোন।
অফিস থেকে কল এসেছে
নোকিয়া রিং টোন।
তুমি তখন মুখ ফেরালে
আমার স্টপেজ জানা।
ফেশ বুকেতে এত আলাপ
ফেশ জায়না চেনা।
নামার আগে আমার লেখা
কবিতার সেই বই।
তোমার পাশে এসেছি রেখে
নাম টা করে সই।
তোমার হাতে বইটা যখন
আমি হেদোর মোড়ে।
জানলা দিয়ে হাসছ দেখি
আমায় হাতটি নেড়ে।