ভিজে কালো রাস্তাটা চিকচিক করছিল
নিয়ন আলোর প্রতিফলনে ।
ভারি মায়াবী লাগছিল তাকে ।
অনেক টা তোমার মতন .


কোন তাড়া নেই? কোন শেষ নেই, কোন শুরু নেই
শুধু সঙ্গ দেওয়া ।
কথা দেওয়া নেই তাই কথা রাখার দায়ও নেই ।
কিন্তু পথের  সাথে আমরা যে জড়িয়ে রয়েছি,
কখনো ছুটে বেড়াই, কখনো বিশ্রাম নিই , কখনো মিলিত হই
আবার হারিয়েও যাই ।
এভাবেই রোজ যেতে যেতে একটা সখ্যতা গড়ে ওঠে ।  


কখনো পথ ভুল করি কখনো ভুল পথে তোমায় খুঁজে পাই ।


পথের টানে , পথ কে ভালবেসে চলে যাই দূর দূরান্তে,
গৌরীকুণ্ড থেকে কেদারনাথে ,কখনো বিন্সারের জঙ্গলে কিন্তু পথের
নাগাল পাই না ।
পথ যে তোমারি মত মায়াবী শুধু ডাকে আর সরে সরে যায় ।