পাথুরে কারুকাজ করা সুন্দর মূর্তির
পাশে তুমি ছিলে ।
তুমি বসে ছিলে আর পাথরের মূর্তি
গুলো তোমার দিকে তাকিয়ে ছিল,
পাথরের মতোই সুন্দর জীবন্ত এক নারীর দিকে ।
আমিও ছুটে গেলাম, তোমার স্বপ্নালু দুটো চোখ,
মুখে মায়াময় হাসি তারপর আর স্থির থাকা যায় না ।


তোমায় ছুঁতে গিয়ে দেখি হাসিটা জীবন্ত হলেও
হৃদয় টা কঠিন কঠোর কাঠফাটা রোদে পোড়া পাথর, শুধুই পাথর।


তবুও তো প্রেমে পড়ে যাই , তবুও তো ভালোবাসি
বারে বারে ছুটে যাই অজন্তা-ইলোরায়, কিম্বা রাজপুতানায়
কখনো বা খুব কাছে কলিঙ্গ নগরে ।

তুমি রোদে পোড়ো , চোখের জলটা বেরনোর আগেই শুকিয়ে যায়,
বুকের ভেতর বৃষ্টির ফোঁটা প্রবেশ করেনা কিছুতে ,
প্রেম নেই , আবেগ নেই নিথর নিরস মায়া,
শুধু পরতে পরতে শিল্পের বাহাদুরি।
তবু আমি সৌন্দর্য খুঁজে ফিরি পাথরে পাথরে ।
তুমি ভালো থেকো আমার পাথর প্রতিমা ।