বাউল তুমি  একতারাতে
বাঁধলে কেমন  সুর,
       মন ভোলা ঐ সুরের দোলায়
       হৃদয় আমার শুধুই হারায়
       দিক  পায়না যাবে কোথায়
       কোন সে  অচিনপুর ।
বাউল তোমার ঘুমুর পায়ে
ঝমক ঝমক  বাজে ,
      অঙ্গ আমার শিহরি ওঠে
      মনটা আমার কোথায় ছোটে
      পা  বাঁধা মোর  মায়ার খুঁটে
      সকল কাজের  মাঝে ।
বাউল  তোমার  গেরুয়া বসনে
রাঙ্গা মাটির ছায়া ,
      ভাবি  আমি বাউল হব
      তোমার  যাহা সবই লব
      দেখব দেশ নব নব
      টানছে  পিছু মায়া ।