হঠাৎ আব্বুলিশ থামিয়ে  দেয়  চলন্ত জীবন।
কে  কখন দুদুভাতু হবে কে  জানে, থেমে যাবে,
ছুঁড়ে ফেলে দেবে ব্যাটারি বিহীন পুতুলটার মত।
কখন ছেলের হাতে মা, বাবার হাতে  মেয়ে, বন্ধুর হাতে  বন্ধু
লাশ হয়ে যায়।
তার পর পাশে  জুড়ে যায় উপাধি সাইকোপ্যাথ।
কখনো বা টুপ করে  খসে যায় মানবের বিস্ময় কীর্তি।
লজেন্স হাতে ছুটে আসা বাচ্চার নিথর দুটো হাত
এপারে মা হাতড়ায়  ফিরে আয় বাছা মার কোলে।
আরও কত  শত ভুল আর  ভুলের মাশুল
নিরপরাধী প্রাণ।
রফা হয়ে যায় আড়ালে আবডালে অর্থ, শরীর কিম্বা
লজ্জার বিনিময়ে।