বৃষ্টি তোমার  কেমন লাগে
             মধ্য  রাতে ঝরতে ,
টাপুর  টুপুর ঝম ঝম ঝম
       গাছের পাতায়  পড়তে ।

নিঝুম যখন নিশুত রাতে
          সবাই  থাকে ঘুমিয়ে ,
কেমন করে পথ হেঁটে যাও
      ওড়না তোমার উড়িয়ে ।


গহন বনে অন্ধকারে শুধুই
          যখন ঝি ঝি  ডাকে ,
তখন তুমি  টুপুস করে
      নেমে  পড় পাতার  ফাঁকে ।


নতুন  এক  সুরের  ছোঁয়ায়
              মাতে  বন  বনান্তর ,
তোমার  ঝরা ধরার বুকে,
        ঘোচায় সকল মনান্তর।