শরৎ এলে শিউলি ঝরে
শিশির ভেজা ঘাসে।
পেঁজা তুলোর মেঘের ভেলায়
হৃদয় যেন ভাসে।
শরৎ এলে কাশের বনে
বাতাস করে খেলা।
মা আসবেন সঙ্গে নিয়ে
দেদার খুশির মেলা।
পড়বে সবাই নতুন জামা
পায়ে নতুন জুতো।
ঠাকুর দেখায় ক্লান্তি নেই
খেয়েও ভিড়ের গুঁতো।
কদিন ধরে ভীষণ মজা
হরেক রকম খাওয়া।
বই পত্তর তাকে তুলে
খুশির গান গাওয়া।
এই খুশিটাই দিও মাগো
সকল দুঃখী জনে।
শরৎ শিশির ধোয়ায় যেন
বিভেদ মনে প্রাণে।