খুড়োর কলে পঁয়ত্রিশ লাখের টোপ দিয়ে
ভাবলে এবার দৌড়বে ।
তাতে কাজ হলনা , এবার মুখের খাবার কেড়ে নেওয়ার ভয় ।
না গরীব সহজে ভয় পায় না , সে না খেয়ে অভ্যস্ত ।
তোমরা জমিদাররা অল্পেই কাতর হও,
গরীব রা লড়াই করেই বেঁচে থাকতে শিখেছে ।  
নরম বিছানায় শুয়ে ফন্দি এঁটে তাদের জীবন চলেনা ।


কেরসিনের টিমটিমে আলোয় জেগে থাকা প্রাণ
ফাটা টালির থেকে জ্যোৎস্না দেখে সুখ পায় ।
শীতে কম্বলের বাইরে পা বেরিয়ে পড়ে, ডাবল বেডে
চার জন শুয়ে তারা ভালবাসার গল্প করে ।
এক থালা পান্তা ভাত, দুটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ
এর চেয়ে বড় স্বপ্ন তারা দেখে না ।  
বর্ষায় ভীজে, রোদে পুড়ে তারা বড় হয়,
বাপ ঠাকুরদার জমানো টাকায়
তারা পোদ্দারি মারে না।


তোমাদের সেই এক রোগ
সব খালি কিনে নিতে চাও ।
টাকার অঙ্কটা আরও একটু বাড়িয়ে দিলে।
কোন কিছুতেই এ রোগ সারে না ।
সামান্য ভালোবাসায় যা কেনা যেত,
তার জন্য খালি টাকার লোভ দেখিয়ে গেলে।  
দর টা এখনো হাঁকতে শিখলে না।