সীমন্তিনি তুমি!
এখন এত ভোরে,
কোন পথ ধরে এসেছ আমার দ্বারে?
লোক লজ্জা নিন্দা ভুলে
কেন এলে এই ভোরে
সবার অগোচরে?
চেয়ে দেখো ধেয়ে আসছে সুজন
নয়তো সুজন, সবাই কুজন
না জেনে সব আসল কারন
কুৎসা রটায় ঘরে।
বন্ধু তুমি, বন্ধু আমি
মেনেছি অন্তরে
তবুও ওরা কলঙ্ক রচে
তোমার নামের পরে,
প্লীজ তুমি আর আমার কাছে
এসোনা এমন করে।