কত বিশ্বাস ভেঙেছে সে, তুমি জানো-
তারপরেও !


যখন অন্ধকার আকাশের
তারারা পরস্পর সরে গিয়ে বাড়াবে অন্ধকার-
অন্ধকার সামনে রেখে দাঁড়াবে আর এক অন্ধকার ;
ফিস্‌ফিস্‌ শুনবে- এত অন্ধকার !
জল, মাটি আর আকাশ পেরিয়ে-
কৃষ্ণ-গহ্ব‌রের ধার ঘেঁসে
ফিরে এসে-


যখন দাঁড়াবে ; তখনও পাবে- আমার বিশ্বাস,
ধলেশ্বরীর সেই ক্ষীণ স্রোত
আর আমার নিঃশ্বাস !  


(রচনাকালঃ ১৮-০৬-২০১৭ ।)





.