মেয়েবেলায় বউ-কথা-কও ডাক শুনে,
তারও সাধ হয়েছিল- বঊ হবার ;
দুষ্ট-চক্রে তার আশ্রয়-স্থল হ'ল-
বউবাজার !


সবে, বসন্ত এসেছে দুয়ারে ;
বউ-কথা-কও গান ধরেছে । ওদিকে-
চোখের জল যে থামতে চাইছে না তার ;
পোড়া কপাল !  সামনে  খদ্দের ;
মুখে পান পুরে, বলছে -  পাঁচ খান পাঁচ শো...


তারপরই, হঠাৎ বাধলো গোল ;
আসর হল ভণ্ডুল !


কী এক বিষ-জ্বালা তারে ক্ষেপাল-
যখন সে শুনে, বাইরে পাখিটাও কি না
বলছে-  সেই একই কথা-


পাঁচ খান পাঁচ শো !


(রচনাকালঃ ২৩-০৭-২০১৭ ।)








.