ডানা-ভাঙা পাখি এক পড়ে আছে
জাটিঙ্গার সবুজ করুণ ঘাসে ;  
ধূসরিত চোখ দুটি যেন ঝরা বেত-ফল !
হয়তো হাওয়াই থেকে তার যাত্রা শুরু ;
সেখানে সে ছিল কিছু কাল ;
তারপর, হাওয়ার ভেসে সে চলে আসে ;
হারায় নি বারমুডায়- পড়ে নি সে অসাড়ে
কোন হিমের রাতে অতলান্তিকে ।
হয়তো সে ভেবেছিল বেড়ানতাঙাল হয়ে
যাবে দূর কেরলীন দ্ব‌ীপে;
তারপর আবার হাওয়াই কিনা- কে তা জানে ?
এমনি করে জীবনে সে
হয়তো বারেক প্রদক্ষিণ করেছে পৃথিবী ;
জেনেছে- আঁধারের পর আলো
আর আলোর পর  আঁধার ।
তবুও কী  হ’ল তার এমন- হারিয়ে গেল তার স্বপ্ন ;
উড়ে বেড়াবার সাধ- সোনালী দিগন্তের আস্বাদ !
আকাশের ঘর ছেড়ে আছড়ে পড়লো সে
জাটিঙ্গার আঁধার ঘরে কোন সে আলোর ইশারায় !


দূষিত কি তার বিচরণ-স্থল ;
না কি প্রগতির জিন তারে করেছে সঙ্গীন ?  
হারিয়েছে সে রুপালী বৃষ্টির মাঝে জীবনের গান ;
ভাঙা-ডানা নিয়ে সে অনন্ত নিদ্রার অপেক্ষায় !
ভুলে গেছে পানাহার ! আহা,  ভুলে গেছে
ডানা-ঝাপটায় বেদনা-মুছে-নেওয়ার সাধ !


(রচনাকালঃ ২০-০৭-২০১৭।)






______________________
* জাটিঙ্গা আসামের একটি পাহাড়ী এলাকা ।
   স্থানটি  পাখিদের  আত্ম-হনন-স্থান  বলে
   পরিচিত ।