তুমি এলে বলে
মন-বনে পাখির গান;
দেহ বল্লরীতে ফুল
আর
কত অচেনা গন্ধ...


তুমি এলে বলে
ঘাটের সোপান কখন জলের তলে;
কুলুকুলু নদীর জল
কখন যে-
খলখল...


তুমি এলে বলে
কলম কখন শীত-ঘুম ছেড়ে ;
খাতার কালো অক্ষর সব
ডাগর চোখে
কথা বলে ...


রচনাকালঃ ০৯-১০-২০১৭ ।






.