বনবাস-কালে ধৌম্যের নির্দেশনামা
পেতেই পাণ্ডবের হাসি ফুটে ;
আর সেই সঙ্গে
ডেকে ওঠেছিল সহরুক ।


এখন অসুখের বীজগুলো
নতুন নামে মাথা চাড়া দিচ্ছে ;
ফ্লু কিংবা নিপাহ্-সৃষ্ঠ রোগ কেড়ে নিচ্ছে রাতের ঘুম!
ঔষধও আর রোগ নির্মূলে সাথ দিচ্ছে না ;
শিশু-নিগ্রহ আর মানব-অঙ্গ-পাচারের মতো ঘটনা
বহাল তবিয়তে থেকে যাচ্ছে  
                 সমাজের অলিন্দে !


অতঃপর
কুলপিতার পুরনো বই’এর পাতা ঘাঁটা...


কিন্তু কিছুই তো পাওয়া গেলো না ;
তবে কেন পাখি, এখনো ডাকে-


সহ্ রুক ! সহ্ রুক ! সহ্ রুক !


(রচনাকালঃ ০৫-০৬-২০৮।)




.