দৃষ্টির নাভিকেন্দ্রে যে ঘুরে বেড়ায়
সে কি কোন পাখি?
  
সুখকে পাখি মানি ;
যখন তাকাই ডালে, সে যায় পাতায়-
আমায় দেয় ফাঁকি...

শ্রম যদিও সুখের চাবিকাঠি
বাজার তারে করে, হয় মাটি
না হয়-  ফানুসে চড়ায়
               আকাশ ব্যাপী ;
  
ঘরই তো জীবনের পাঠশালা;
আর সে ঘরের বারান্দায় সুখকে দেখতে পেলে
বলো- কে আর খুঁজে বনের পাখি?


ধরা দিলে সুখ, সহজে
পাল্টে যায়, জীবনের ব্যাকরণটি...


রচনাকালঃ ২৮-০২-২০১৮ ও ১০-০৩-২০১৮।
(কাব্যঃ  আলোর স্রোতে ;  গ্রন্থঃ তুমি
এলে  বলে ।)







.