ওরা শুধু দেখে তুমি অফিস করছো
রোজগার করছো অনেক টাকা
ফুর্তি করছো, খরচ করছো
অহংকারে তোমার দুচোখ ঢাকা

ওরা বোঝে না তোমার দায়িত্ববোধ
ওরা জানেনা তোমার কষ্ট
যতই তুমি কাছে টেনে নাও
ওদের চোখে তুমি একেবারেই নষ্ট

ওরা ভাবে তুমি থাকবে গুটিয়ে
কথায় বিঁধে মারবে গালে চড়
লোকের কাছে করবে নিন্দা
দিনে দুপুরে ভাঙবে তোমার ঘর

ওরা বোঝে না তোমার কোথায় জালা
তোমার জীবন কি চায়

যদি তুমি ওদের মতন না হও
সেটাই তবে তোমার বড় অন্যায়

সময় দাও ধৈর্য ধরো
রেখো নিজের সত্তা বজায়
ক্ষতি করার মানুষ অনেক পাবে
হয় সরাসরি অথবা মিষ্টি কথায়

কোনটা সঠিক, কোনটা নাটক
কোনটা তোমার বিপদ বাড়ায়
ঠাণ্ডা মাথায় চিনে নিলে
কার ক্ষমতা তোমায় হারায়?

নিজের জায়গায় থাকলে সঠিক
যুদ্ধে জয় তোমারই হবে
তবু একলা লাগলে,  হাত বাড়িও
তোমার অনু কে পাশেই পাবে।