আমি নগ্ন হতে চাই...
তোমাদের সমুখে...।
কী লাভ বেঁচে অর্ধ নগ্ন হয়ে?
বাঁচার অধিকার নিয়েছো যে ছিনে...
তোমাদের চাবুকের কশাঘাত বাড়ে দিনে দিনে

পাপের রোলার কোষ্টার চলে স্বতঃস্ফূর্ত উদ্দামে,
ভুলে গেছ তোমাদের ইমারত,গড়া আমাদেরই ঘামে!
রাত্রিদিন কাটাই নির্ঘুম...
পেটের জ্বালায় আসে না তো ঘুম...


বিষপোঁকা কুটকুট কাঁটে শরীরের ভিতর
দিবানিশি নিরন্তর...
মৃত্যু-মিছিল চলে সারি সারি
খোলা আকাশের নীচে শুয়ে আছে, অর্ধনগ্না নারী!!


নিরন্ন মানুষগুলো চায় না তো মিষ্টান্ন
চায় সাদা মোটা ভাত--- দু'বেলার অন্ন
কব্জি ডুবিয়ে কর কত ভুরিভোজ!!
কত মানুষ পায় না খেতে-- রাখ কী তাদের খোঁজ!


চোখ মেলে দেখ সামনের দিকে...
রিক্ত মানুষের হাহাকার হাতছানিতে ডাকে
বলছে চিৎকারে "আমরাও বাঁচতে চাই...
বাঁচার মতন করে...।"


জানি, কভু পারবে না তোমরা দিতে
আমাদের জন্মগত অধিকার, স্বাধিকার!
কেড়ে নিতে মানবাধিকার,
নিজেদের নৈপুণ্যতা প্রকাশ করছ বারবার!!


আমি তাই নগ্ন হতে চাই...
আমার নগ্নতার বেদনায়
নারীর জরায়ু কলসে ভ্রূণিত হবে নগ্নবীজ...
আর তোমাদের পাপের খারা দেবে প্রয়োজনীয় খনিজ;
মহীরুহ হয়ে বাড়বে তোমাদের ঘরে ঘরে;
নগ্ন বিশ্বের নগ্নতার রূপ, তখন দেখিও সাদরে!!