ভালবাসার স্বরূপ
@ অনুপম


সুচরিতা,
ভালবাসা যে কেমন কথা
বোঝাই কেমন করে---
কেমনে যেন সতেজ হই ভালবাসার জোরে
মন হয় ফুরফুরে
ভালবাসার কম্পন হৃদয় জুড়ে
(জোয়ারের জল যেমন প্রবাহিণী,স্রোতস্বিনী
স্নায়ুহীন শরীরেও স্পন্দন শুনি)
ইচ্ছে করে প্রবাহিত জলের কলকলধ্বনিতে
আলিঙ্গন করি বালুকণার সাথে।


জানো সুচরিতা,
ভালবাসা ধৌত করে জীবনের মলিনতা;
বড় গুণ ভালবাসার---
বোঝা হয়না সময় আর;
একাকীত্ব অনুভূত হয়না আরবার;
মনে জাগে না একেলাপন
সদা করে চিত্রণ ---
ভালবাসার ছবিখানি---হৃদয়ের ঠিক মধ্যিখানে
নানারকম ব্রাশের টানে,কোনবা আকর্ষণে
রঞ্জিত হয় স্মৃতিপট শত বর্ণে
কত যে খেয়ালিপনা
নিত্য নুতন উন্মাদনা
তবু এর নাহি শেষ
এতো ভালবাসার প্রকাশ বিশেষ!


ভালবাসা শুধু টেনে নেয় কাছে
খুঁজে বেড়ায় জীবনের দিশে
মিশে যায় আরও আরও গভীরে
চক্রবালে মিলে যায় ধীরে ধীরে
মিলনের রেখাপাত মাপক যন্ত্র এখনো অনাবিষ্কৃত
ভালবাসার অনুরণন আদি অন্তহীন,অপরিমিত
ভালবাসা জানে শুধু বাঁধতে
ভালবাসা জানে গড়তে
ভালবাসার বাঁধন অদৃশ্য- চোখে
চোখ বন্ধ করেই অনুভব করতে হয় এ বাঁধনকে
জৈবিক অণু-পরমাণুর কণায় সৃষ্ট হয়নি ভালবাসার
পরাজৈবিকতাই ভালবাসার একমাত্র দাবীদার!


মহাবিশ্বের চলমানতার বীজ
ভালবাসা যোগায় তারই খনিজ
মহাপ্রকৃতি ভালবাসার ছন্দমালায় রচিত
অনন্তের গান ভালবাসাতেই হয় গীত
ভালবাসা নির্ভেজাল, আদি সত্য
জীবন প্রবাহের মৌলিকতায়
লেখা আছে শুধু ভালবাসার জয়।


সত্যের বিকাশ শুধু সত্যের সাথে
ভালবাসারূপী আদি সত্যকে জ্ঞাত করতে
ভালবাসা ভিন্ন অন্যকোন পথ নাই
আলোর স্বরূপ একমাত্র ভালবাসাই;
পথ দেখায়ে নিয়ে চলে সত্যের পথে
জীবন পর্যবসিত অন্ধকারে, ভালবাসা ব্যতীতে
ভালাবাসা পেতে হলে, যাও শুধু ভালবেসে
ঊষার আলোয় ভরবে আলয়
ভালবাসার পরশে।