সত্যিটা কি, সত্য করে বলতে পারি?
দেশটা জুড়ে চলছে জুয়াচুরি,
মোড়কের ’পর মোড়ক দিয়ে
সত্য লুকায়ে মিথ্যা প্রকাশি।


কার স্বার্থে?
সর্বনাশার বুনে জাল
সদা কেন রাজনীতির চাল?


সংসদে দাঁড়ায়ে অসত্য সঙ্গী করে
কৌশলে অতথ্যের সুচতুর পরিবেশন।
পুঁজিপতির মাথায় তেল,গরীবের বস্ত্রহরণ
ছি!ছি! এ কি লজ্জা !  
কিরূপে দেশমাতা করবে সহন?


যোজনার পর যোজনা আনে
বাজেট যায় বাজেট আসে
তফাৎ বাড়ায় দিনে দিনে
দুর্বোধ্য গুজব রটায় সারাক্ষণে।


মন্ত্রীমশাই অতীব জনদরদী !
গোমাংসের নামে মানুষই বধি,
কখনও ধর্মের নামে দেয় সুড়সুড়ি,
বিকাশের বাহানায় পিছে ছুরি।


মত্ত সবাই স্বার্থটানে,
সুইস ব্যাঙ্কে অর্থ জমায়।
পানামা রিপোর্ট তাই বলে যায়
শাস্তি কারো কভু না হয়।


এ আমার দেশ,
হায়রে আমার সোনার দেশ !
যত পারো লুটে কর তার শেষ !
কোন প্রতিবাদ, প্রাতিরোধ  করবে না
নিকষা সে, অশ্রু তার ঝরবেনা !!