সম্মোহিনী আঁখে,নহে অনতিদূরে
            প্রভাষিত সুদূরে,
শত শত আলোক বর্ষের অন্তরালে।
        উঁকি মেরে দেখে আমারে—
         বিচিত্র সে রূপের বাহার!
     অতি মনোহর,অপরূপ সুন্দর!!
      
মহাকাল স্মৃতি উদ্ভাসিত হিরণ-চিত্রপটে
প্রশান্তির ছায়াপাত, আমার আনন্দ-ঘটে।
                খুঁজি তাঁরে বারে বারে
                 দিবস ও রজনী ধরে।
                 ডাকি তাঁরে উচ্চৈঃস্বরে—
পরশ তাঁর,যখন লাগে আমার অন্তঃপুরে
                 আনন্দাশ্রু বহে সগৌরবে।
                  
দেখি আমি,শাশ্বত মহাশ্বেতা সেই,
              চিরন্তন অগ্নিশিখা।
ছুটে অসীমের পথে পথে,অনির্বাণ বহ্নিরেখা।
              ক্ষণিকেই জেগে উঠি,হায়!
                  যেন তবু মনে হয় —
            বিচিত্র কী দৈবিক স্বপ্ন দেখা!!


(কবিতাটি my poem"Hypnotizin Eyes "  এর অনুবাদ।)


Hypnotizin Eyes
----Anupam


hypnotizin eyes, not near
but a light-year far
beautiful for ever
gleaming inside me, every corner
immemorial golden picture
thou art tranquils mine
thy shadows shine.


all day in 'n out
I seek 'n shout
thy presence always makes me proud.
I see the bright
ever glowing light
continually flowin in stream
am I in a divine dream?