কোথায় ফাগুন!কোথায় ফাগুন!!
বুকের ভিতর আগুন, তুষের আগুন,
ধুঁক ধুঁক করে জ্বলে;
শেষ করে দেয় ধীরে ধীরে, আমারে,
সকল প্রয়াস যায় বিফলে—


কাটাই জীবন, বন-বনানীর পথে পথে;
নীরবে নিভৃত অন্ধকারের সাথে--
আমি যে এক ভবঘুরে।
এক মুঠো ভাত না মেলে--
আমার কালা পাথরের থালে।


ওরে রক্তচোষা,শকুনের দল;
আর কী চাস্ বল্,আমায় বল্;
নিজহাতে আমার হৃৎপিন্ডটা উপড়ে ফেলি,
আনব তোদের সম্মুখে তুলি!
ঝোলাব আমার ভালবাসার কংকাল!!


(তবুও)যদি শান্তি ফেরে,পৃথিবীর বুকে
কেউ না মরে অভুক্তে,
মাটি না হয় লাল,মানুষের রক্তে;
থেমে যায় আতঙ্কবাদীর হানা;
নারীর দেহ না মেটায়,পুরুষের কামনা;
জাগে শুধু প্রেম ভালবাসায়--
হাসির অট্টরোল শোনা যায়,
মানবের করতল বন্দনার দোলায়;
ভুলে যাব কষ্ট,পায়ে ফেলা মাথার ঘাম;
জানবো আমি পেয়ে গেছি,
আমার রক্তমাখা হৃৎপিন্ডের দাম!!