যেতে যেতে পথে দেরী হয়, বিলম্বিত লয়
           ভুবন মাতায়--
সীমানা ছুঁতে চায়, ছুঁতে না পারার ব্যাথায়
           হৃদয় কাঁদায়।
একাকী নির্জনতায়, আছি বসে প্রতীক্ষায়
           তোমারি আশায়--
চল-নদী মুক্তধারায়, যেমনি ধায় মোহনায়
           টানিল পরিণয়--
মিলনের তরে ছুটে যায়, দোলায় দোলায়
           ঢেউয়ের খেলায়--
তথাপি না মেলায়, ঘিরে ধরে শেষ বিদায়
            তিমির কালিমায়
ঢাকে যে আমায়, ভাসি কূলহীন দরিয়ায়
            ছিদ্রালু  নৌকায়।
বাঁশির সুর হারায়ে যায়, সাগর-নোনতায়
             গহীন জলধারায়।
পড়ন্ত বেলায়, রক্তিম সূর্য অস্তাচলে যায়
            নিরাশার ডানায়
স্বপ্ন দেখবার চায়,আঁখি ভেজে অশ্রুধারায়
            বিরহের ব্যথায়।
ব্যর্থতার ইতিহাস লিখে যায়,প্রেম-হীনতায়
           ছন্নছাড়া কবিতায়।


রচনাকাল :২৯.০৮.২০১৬@দুবাই,
কপিরাইট সংরক্ষিত।