তোমায় নিয়ে গড়া আমার জীবনের
প্রতি পাতা পাতা।গিরিতুল্য বিবরতা
কোয়ায় কোয়ায় গড়া মিলন-শূন্যতা,
হুতাসনের দগ্ধি তেজ করে অধীর
পলে পলে অনুভবী আগত  অস্থির
নয়ন থাকতেও কেন হল না জ্ঞাত--
কর্ণ আছে তবু কী,হল না কিছু শ্রুত
জ্ঞানের অহং : সারা জন্মই  অসম্মত!


এ কী নিদারুণ পরিহাস! গোড়ামির
ফাঁস! আজনম মানবের ইতিহাস
শুন্যে ছুটে চলা, আপনাকে করে দাস
বাতাসে বাতাসে পাই বিতংস-আভাষ
  ভাল ছিল হোতুম  যদি অন্ধ-বধির
  ঈশ্বরে থাকত দৃষ্টি, প্রাণ হত স্থির!!


রচনাকাল: ১৯.০৯.২০১৬ @রাত ০২:৩০ মি:,দুবাই।  কপিরাইট সংরক্ষিত।