উপহারের সন্ধানে (সনেট-৪)


----অনুপম


কামনা আর ছলনা, মিলি বাহুবন্ধে
প্রতারণার কৌশলে গিলিল ব্রহ্মাণ্ডে
পাই না কোথাও আলোর সন্ধান,সুর-
হারা পাখি আজ, গাহে না গীতি মধুর
অরাজকতায় ভরা সমাজ। বিদ্বেষ-
পূর্ণ নাগরাজ, ছাড়ি হিনসার বিষ
ধানক্ষেতে ফলে গম, নষ্ট  ধানশিষ,
ভেজাল জ্বালা; বাকরুদ্ধ বাক্যবাগীশ।


মেঘমুক্ত কবে হবে ভোর? সূর্য্যমুখী
ফুটবে সকাল বেলা, রাত্রিতে তারার
মেলা, বসুন্ধরাতে রবে না কেহ দুখী;
মৈত্রী বন্ধন ছড়াবে ত্রিভুবনপার
অভুক্ত রবে না, থাকবেনা  হাহাকার
মানুষ তোমরা? দিবে সেই উপহার!


রচনাকাল: ২৬.০৯.২০১৬ @ ২১:০০ মি:, দুবাই।কপিরাইট সংরক্ষিত।