মাগো;মা, আমারে বল না
                          কবে হবে  শেষ তোর ছলনা
       বল না মা,আমার ভুবনমোহিনী ত্রিনয়না


কবে হবে শেষ রজনী
                      বলনা আমারে ত্রিভুবনজননী
                            তুই যে দীনের ভবতারিণী !
                            
বসে আছি নিরালে;
          জানিনা,কবে হবে শেষ ছলনা, জানিনা
        তোর ছায়া মিলন না রে, আমার ভালে
                মাশুক কেবলি খুঁজি জীবন কালে।
                
লোকে বলে তোকে দয়াময়ী,আমিতো মানিনা!
জেনে ছিলাম তুই কাল-ই,ডেকেছিলাম তাই কালী
   তোর লাগি ছাড়ি সব-ই, নয়নসুধা কেবলি ঢালি;
   তবু যে তোর হয় না শেষ, ছলনা
            "মা" বলে তাই তোকে আর ডাকব না!
            
এখনো তুই না দিলে দেখা, দেহখানা রাখব না
খড়্গ তোর নিব কেড়ে, প্রাণ দিব তোরই তরে,
   অনুপম বলে, তখন যেন তুই কাঁদিস না!
                   কবে হবে শেষ তোর ছলনা!


রচনাকাল :১৭.০৯.২০১৬@০৩:৩০মি:,দুবাই।
কপিরাইট সংরক্ষিত।