দিন যায় দিন আসে
অস্তরাগের সূর্যখানি গোধূলি লগনের শেষে
হারায়ে গেল এক নিমষে
সন্ধ্যামালার দেশে---।


নিশাচর ধরল আকার, আঁধার ভালবেসে।
ধরণী আজ ডুবল যেন তমিস্রার গ্রাসে!


উৎকণ্ঠিত মনে তুলি দীর্ঘশ্বাস
নয়ন মাঝে দেখি কী আরক্ত আভাস!!
বিস্তীর্ণ পটভূমি জুড়ে আছে লাল লাল ঘাস
এক ফোটা বারিধারার আশায়---
ক্লান্ত পাখিরা উড়ছে নিরাশায়।


অভুক্ত মানুষের মিছিলের সারি সারি
সপ্তদিবস অনাহারী,
চলতে পারে না ভিখারি
মেলে না কোথা ভিক্ষা,
বিফল মনে ঘুরি ফিরি।


নির্বিকার চেতনা কুঁড়ে কুঁড়ে খায়
সম্বলবিহীন মানুষগুলো বড় অসহায়!


বঞ্চিত রেখেছো তাদের,
পায়নি কোন শিক্ষা
নামকাওয়াস্তে দেশ আমার!
কে দেবে তাদের স্বাধীনতার দীক্ষা?
কিসের ছিল দরকার?  স্বাধীনতার!
যদি  না পায় ওরা নিজ অধিকার।


কিন্তু তোমরা জেনো,অসীম ক্ষমতা জনতার!
সংঘবদ্ধ হলে, অপরাধের পাবে না পার
কড়ায় গন্ডায় ফিরিয়ে দিতে হবে স্বাধিকার
সইবে না কেহ, তোমাদের অত্যাচার
রক্তের দেনা শোধেই হবে যে শেষ বিচার!
নেই বেশী দেরী  আর----
অবসান হবে প্রতীক্ষার, ঘুচবে কালো আঁধার।


রচনাকাল : ৩১.১০.২০১৬ @ দুবাই।
কপিরাইট সংরক্ষিত।