হে মহাবিশ্বের কবীশ
লহ মোর সতত কুর্নিশ
স্মরি তোমায় মনে মনে
সাধ জাগে দেখিবারে, মম নয়নে


রঙের'পর  দিয়ে রঙের আস্তরণ
সাজালে যে বিশ্ব ভুবন
ছন্দের তালে তালে
আপন মনের খেয়ালে
তোমার এ কী মহতী সৃজন!


গুটি গুটি পায়, শুধু মন ধায়
উত্তর খুঁজে বেড়ায়, ত্রিলোকের সীমানায়
সীমা হারায় অ-সীমায়।
এ এক বিচিত্র অনুভব,
আপন মাঝে শুনি তব রব!


বাঁধা আছি তোমারি প্রেমের ডোরে
তোমারি প্রকাশ আপন মাঝারে
হেরিছিনু আজি লজ্জা-ঘৃণা-ভয়
চিত্তের মাঝে জাগে অপূর্ব বিস্ময়
শান্তির ডাক ডাকছে বিলয়--
'ভয় নেই ভয় নেই', বলে মৃত্যুঞ্জয়!