কী আনন্দমেলায় ভাসিল মন যমুনার জলে
ছলছল উচ্ছলে দোলে হাওয়ায় দোলে
আসিবে ফিরে মোর প্রিয়, বহুদিন পরে
ছিল কতকাল অচিনপুরে,
সপ্তসাগর দূরে,
আমা হ'তে।


আজি হইবে গো মিলন প্রিয়ের সাথে,
মধুমাসের এই মধুরাতে।
ফুটিছে মালতী তাই হৃদয় কোণে
বলে দে, বলে দে না সখী,
                       আজি সাজিব কেমনে?
                      
কেমনে দিব বরণমালা?
কেমনে শুধাইবো তাহারে মনের জ্বালা?
ছিলুম কেমনে প্রিয় বিহনে,
ঝরেছিল কত অশ্রুকণা গোপনে গোপনে?
কত যে হইয়াছিল আদ্র নয়ন-সলিলে
জানে তাহা শুধু শাড়ির অঞ্চলে!!
অবলার ব্যথা ছিল কত লেখা ভালে!


চাহিনা কিছু রাখিতে মনে
আনন্দের  এই শুভ লগনে,
স্মরণ ত্যাগী তাই স্মরি বিস্মরণে
গাঁথিছিনু মালা আপন মনে
প্রিয়ের ছবি দেখিনু ক্ষণেক্ষণে
নয়ন মাঝের নয়নে।


মৃদুল শিহরণে কথা কয় প্রিয়া অন্তরে অন্তরে
সাজাইল আলয়খানি কুসুমের থরে থরে
কাজল লাগায় আঁখিরপাতায়
সিঁদুর দিয়ে সিঁথি রাঙায়
আলতা দেয় পায়ে
ভাসাইবে দেহতরী আজি প্রিয়সখার নায়ে।


তনুর মাঝে সুরের ঝংকার
হইবে শেষ নিবিড় প্রতীক্ষার
প্রিয়তম দিবে তাহারে বড় উপহার
মালাবদল হইবে আবার ভালবাসার।


রচনাকাল :০৬.১১.২০১৬ @ দুবাই।
কপিরাইট সংরক্ষিত।