জানিতে চাহি আজি নিজ-স্বরূপ
আমার মাঝে খুঁজিব আমি, আমারি রূপ
বসিয়া একান্তে----


শুনিছি আমি তাঁহারি সাড়া
সুরের বীণা বাজিছে যেন ছন্দময়ী তানে
স্বর্ণালী বসন্তে।


তাঁহারি প্রেমে সকল হারা
বিদ্যুৎ ঝলকরেখা দেখিলাম সুনীল গগনে
আপন ছায়া ছাড়িল মায়া মিলায় কোথা
বিস্তৃত দিগন্তে!


ভয় নেই, ভয় নেই মোর
ভাঙিয়াছে স্বপনের ঘোর
ছিন্ন বন্ধনী,খুলিয়াছে দোর
হইলাম আজি আত্মবিভোর!
স্মরি অচিন্ত্যে!


প্রণয়ের অভিলাষে  মন হইল উচাটন
ভাসাইয়া নিয়ে যায় যেন বর্ষার প্লাবন
আনন্দধারায় দুলিছে দেহতরী
রঙিন আভায় সাজিছে বিভাবরী
চন্দ্রিমার আলোকামালায় নাচিছে প্রেমনগরী
তাঁহারে সঁপি আত্মাখানি আমারি
দেহের মিলনান্তে!


রচনাকাল: ১২.১১.২০১৬@ দুবাই।
কপিরাইট সংরক্ষিত।